ব্যাকুল চিত্ত মম শুনেছে আহ্বান তব
অনন্ত অসীমে যে গান বেজেছে,
বহুকালের মুক্তির সে গান ব্যাকুল করেছে আজ।
কায়া হতে এ প্রাণ মুক্ত হতে চায় আজ,
অখিল নিখিলের সেই গান তাই ব্যাকুল করেছে মোরে।
মুক্ত হলেম আজ সেই গানের তরণি বেয়ে,
সকল বন্ধন হতে, নিভীত্ব নিরালা ক্ষনে।
চলেছি নব জীবনের পথে,
নতুন সাজে।
সকল মোহো এই ক্ষনে
হলো বিসর্জন।
পুষ্প হতে সাজ নিলাম
ধরা হতে সুর,
তোমা হতে প্রেমে নিয়ে বেঁধেছি নুপুর।
গান আজ কণ্ঠে এলো
নৃত্য অঙ্গে,
হৃদয় আজ মাতাল হলো
বিপুলো তরঙ্গে।