তোমার নামখানি অনুরণিত হলো হৃদয় ঘরে

কি প্রেম, কি সুধা, কি লাবণ্য মাখা সেই নাম।

সুরের ধারা হৃদয় বাঁশি হতে মুক্ত হলো

কি সুবাস, কি প্রেম, কি রস ছড়ালো হৃদিবনে।

আহা! কি মধুর এ নিশি, মরেছি তোমায় ভালোবেসে।

বোঝোনি সেই প্রেম, সেই আকুলতা

যা ছিল তোমায় ঘিরে গোপনে নীরবে।

তোমার পানে ক্ষনিকের দৃষ্টি

ছিল স্বর্গসুখ গোটা জীবন জুড়ে।

তবুও বুজলেনা সেই নিবিড় প্রেম, সেই অন্তহীন টান!

তোমার মুক্ত ঝরা হাসি নিবিড় আঁধারে

সহস্র স্ফটিক হয়ে জ্বলেছিলো।

দীপ্ত হয়ে জ্বলেছিলো মোর অসিত বরণ জীবনে।

তাই তো বারে বারে ফিরেছি তোমার পানে,

তোমার উজ্জ্বল আলোেক বিত্তে।