অবেলাতে কেন ডাক দিলে মোরে
কাঁদালে কেন নয়ন নীরে!
                   একলা বসে আপন মনে
গাঁথা হলো সেই স্মৃতিফুলের হার।
গভীর আবেগ সুবাস ন্যায়
                       মৃদুময় দখিনা সাঁঝ বেলায়।
ঝরা ফুল ধুলার পরে
                    নিয়েছে স্থান তোমার পদে।
সাঁঝ বেলায় আজ ম্লান আলো
                     গগন জুড়ে তোমার শ্রীমুখ।
কি অপূর্ব অভূত তুমি
চাঁদের আভা নীলচে মেঘের সাঁঝবেলায়।
                      কাঠচাঁপা আজ ঝরেছে সকল বেলা
ছুঁয়ে গেলো বসন্ত তোমার স্মৃতিকথা।
মনের সকল বন্ধ দ্বারে আজ
                     কড়া নাড়ে কোন অতিথি হেথায়।
সর্ষে খেতে স্রোতের তরঙ্গ যত
                    নিরালায় বসে মালা গাঁথা দুই জনার।
হিমের শেষে নতুন পরশ তব
                    হৃদয়মাঝে নব নতুন সুবাস।