ধরণী আজ নূতন রূপে
              সেজেছে তরুণ প্রেমে নব রূপে।
তরুণী উষা গেয়েছে নূতন ভৈরবী
              তুলেছে ফুল সাজি মাঝে
     সাথে নূতন আশার কুঁড়ি।
এবার হলো কাজের সময়
              নিত্য দিনের নাই কোনো আড়ম্বর।
চলতি হাওয়ায় নিত্য কাজের মাঝে
             একলা বসে চেনা সুরে গান গাওয়া।
ভোরের শুভ্র আভাসটুকুর সাথে
          চাঁপা, কামিনীর সুবাসটুকু মেশা।
সোনার সাথে নাইবা হলো সাজা
         ফুলের সাজে বেশ তো তোমায় লাগে ।
এমন সরল সকল তনু ভরে
        সাজাও যদি ফুলে আপনারে।
বেশ তো লাগে তোমার শ্রীরূপখানি
        শরৎ শেষে হিমেল পরশ মেশা।
তন্দ্রা মধুর রাতের মায়ায় ভরা
         স্বপ্ন ডোরে বাঁধা তোমার সাথে সেথা
প্রভাত কালে নূতন ভৈরবী সবে
         উঠলো বেজে তানপুরায় একসনে।
তরুণী উষার নব নূতন অরুনি
         ছড়াক কিরণ সকল ধরা মাঝে।