বিদায় নিল রবি দিগন্তে শেষ তুলির টান টেনে

নেমেছে সাঁঝ হেথায় সঙ্গে ম্লান জোৎস্না ওরে।

আজ দুজনে অপরিচিত দেখা ওই চেনা ঘাটে

যেখানে হয়তো শেষ হয়েছিল দুজনের কথা দুই ভাবে।

দুই অপরিচিত মিশে গেলো মনের সুপ্ত ভাবে

ভেসে এলো দূর হতে পূজার  ধ্বনি ওই ক্ষণে।

নানা ভাবে নানা বিষয় তর্কে তর্কে বেলা যায়

এভাবেই কাটে সময় প্রহরে প্রহরে।

খেলে গেলো জোৎস্না মধুর এই ফাল্গুনে

মিশে গেলো আভা তাঁর জোয়ারের তরঙ্গে।

সাঁঝ বেলায় আজ ওরা রোমাঞ্চিত হৃদি মনে

ক্ষনিকে ক্ষনিকে খেলে গেল শিহরণ তনুমাঝে।

মিলে গেলো দুটি ঠোঁট গভীর গোপনে

বারে বারে ফিরে ফিরে মন যায় ছেড়ে আসা আবেগে।

এভাবেই শেষ হলো মধুর এই গল্প

হৃদয়ের প্রতীক্ষা, হোক না রঙিন বসন্ত।