সময় হলে প্রভু ডাক পাঠিও


তোমার অঞ্জলি রূপে শোপিব প্রাণ তোমারি পদে।


কৃতজ্ঞ তোমার তরে


প্রাপ্তি মোর সুন্দর জীবন -মধুর পুষ্প বন।


আছি বসে নিরালায়, ভবসিন্ধু-কিনারে


নানা খেলায় কেটে যায় বিচিত্র বেলা,


প্রহরে প্রহরে।


যে ফুল ফুটেছে আজন্ম পরিশ্রমে


সময় শেষে দিলাম তা তোমারি পদতলে।


যে সুর রচিল ফাল্গুন নিশি রাতে


স্তুতি রূপে আজ তা তোমার কথা বলে।


যে অঞ্জলি দিলাম সমগ্র জীবন লয়ে,


ফুলের মাধুরী আর সুবাস মিশিয়ে


তোমার মাঝে শিখা হয়ে জ্বলুক


সেই অঞ্জলি আজ নিশিথের গভীর অন্ধকারে।