আজ বর্ষা রাতের শেষে       সিক্ত প্রভাত প্রাতে


পড়েছে ঝরে কতো              চাঁপা যুথিকা থরে থরে।


ভোরের বেলায় সখা            ছুটেছি বনের পথে


তুলেছে সুর সমীর              তালের পাতায় পাতায় ওরে -


এনেছি মোরা আঁচল ভরে     টগর আর রাঙা কাঞ্চন


হয়নি গাঁথা সে মালা যে       কি পরাবো তোমার গলে?


উতল হাওয়া বাজায় বেনু       তাল, নারিকেল শাখায় শাখায়


এমন মধুর বর্ষা প্রাতে         মন মেতেছে পথ হারানোর গানে।


নৌকা খানি ঘাটে বাঁধা       ডাক এসেছে ওপার হতে


এবার তবে ফেরার পথে       সঙ্গী হলো কদম জুঁই।


নিয়ে গেলাম স্বর্ণচাঁপা          গন্ধরাজ আর মালতিলতা


বিদায় বোলে করুণ কাঁদা      রইল গাথা স্মৃতি উপহার।