শূন্য শাখা নিশা তোমার, ভরিয়ে দিলাম চাঁদের ফুলে


স্নিগ্ধ আলোয় সুবাস তার, ছড়িয়ে পরে নভনীলে।


আঁধার অমার শাপ মোচনে, আশার আশীষ শুক্ল রাতে


বিবাগী মন হয় উদাস , তোমার গন্ধ ধূপের আলিঙ্গনে।


ওপার হতে ডাক দিয়েছে, নবীন স্বর তার বাঁশির সুরে


অচিন দেশের নবীন কিশোর, এসেছে আজ গভীর রাতে।


কোথায় তোমার ঘর গো হে!


কিবা পরিচয়?


শুক্ল রাতে হাজার মায়া, বুকে তোমার স্বপ্ন আশা।


বহু দূরের ওপার হতে, এসেছো কেন নিশির মাঝে?


কি দেবো আজ তোমার দানে, তোমার শূন্য ঝোলার মাঝে?


রত্ন, অর্থ শূন্য আমি, বসন্ত আজ নিকুঞ্জে।


আমার ডালার কুসুম কলি, পারিজাত আর লাল করবী


দিলাম তোমার শূন্য ঝোলায়, মধ্য রাতে স্তব্ধ ধরায়।


এবার মাগি বিদায় আমি, ভরিয়ে দিলাম আলোর মালায়।