প্রিয় ফাল্গুন,
আজ চলে যাচ্ছ তুমি এবারের মতোন
বিদায় বেলায় দিলাম তোমায় বিদায় পত্র এবার।
অনেক স্মৃতি দিয়ে গেলে, দিলে অনেক রঙ।
পরাগ, সুবাস ছড়িয়ে দিলে ক্লান্ত দখিনায়।
তোমার সাথে অনেক কথা হলো
সুর বাঁধা হলো না কম কিছু,
তরু শাখায় নতুন পাতা দিলে গুছিয়ে।
আমার এই এলোমেলো জীবনে একটা ছন্দ বাঁধলে।
প্রাপ্তির ডালায় অনেক ফুল দিয়ে গেলে।
গগনে গগনে উদাস আর ব্যাকুলতা ছড়ালে।
আমার আমি কে নতুন করে চিনিয়ে গেলে।
কেমন করে যেন কেটে গেলো কয়েকটা প্রহর।
ছাড়তে মন চাইছে না, কিন্তু যেতে হবে তোমায়।
সন্ধ্যায় মালতি ফুটেছে ,
তীরে বাঁধা তরী দুলছে আপন মনে।
পাশে কেউ নেই আজ, একাকী আমি।
কি অপূর্ব গোধূলি, অথচ ম্লান।
যদি সুর বাজতো সেই আগের মতো, দীপক -ইমন রাগে
বেশ হতো।
দ্বিতীয়ার একফালি চাঁদ আকাশের নিকস আঁধারে আলোর দীপ জ্বালিয়েছে।
সন্ধ্যাতারা পশ্চিমে দিয়েছে উঁকি।
লাল আভা, রুপোলি চাঁদের হলদে নীলচে আলো
কি অভূত স্বর্গীয় শোভা যাবার সময় দিয়ে গেলে তুমি।
ধীরে ধীরে ধরলে ফেরার পথ।
ঠিক আছে। ভালো থেকো।
আবার দেখা হবে।
অবসরে তোলা থাক এ স্মৃতি আমার।