যদি হতে পারতাম পাহাড়ের মতো শান্ত, দৃঢ় , স্তির।
হতাম যদি ওই পাহাড় থেকে নেমে আশা ঝর্ণার মতো স্বচ্ছ।
যদি পারতাম পাহাড়ের গা বেয়ে নাচতে নাচতে আকাশে ভেসে বেড়াতে।
হতাম যদি ওই বনের পাখিদের মতো, নিজের সাধের বাসা গড়তে।
তুষারাবৃত পাহাড়ের মতো পারতাম যদি গায়ের রং পাল্টে ফেলতে,
কখনো লাল, কখনো নীল, কখনো হলুদ।
কতোই না ভালো হত!
সবুজ ,সাদা, লাল নীল ফুল- পাতার রঙে
চিরকাল বসন্তের গোলাপি পাঁপড়ির রঙে, নিজেকে ভাসিয়ে দিতাম উজাড় করে ।
উপরের নীল আকাশের দিকে তাকিয়ে, চলে যেতাম তারাদের মাঝের অন্ধকারে।
হতাম যদি পাহাড়ের মতো দৃঢ় ও শান্ত।