সাধ করে তার নাম
রেখেছিনু পাখি
এখন পাখির না পাই দেখা
যতই তারে ডাকি।


আমায় দিয়ে ফাঁকি পাখি
পরের খাঁচায় বাস।
এখন কি আর দেখতে পারিস
মুক্ত সে আকাশ?


আগেও আমি ছিলাম যেমন
তেমনি স্বপ্ন চাষি
আগের মতই পাখি তোরে
আজও ভালবাসি।


এখন আমি বলি কথা
নীল আকাশের সনে
খুজি তোরে স্বপ্নের ঘোরে
মনের বৃন্দাবনে।


নীল নয়না পাখি আমার
এখন কারে ভাবিস
মনের পটে এখনও কি
আমার ছবি আঁকিস?


খাঁচায় বন্দী পাখিরে তোর
শিকল পড়া পায়
আনমনে তোর মনটা পাখি
আমায় পেতে চায়?