প্রভু তুমি চালাক অতি
যায়না বোঝা মতিগতি।


দেহের মাঝে দেহ গড়
দেহ ছোয়া পাপ
তিন কালেমায় ছুঁইলে দেহ
নাইরে মনস্তাপ।


বাসনা দিলে মনের ভিতর
কামকে করলে পাপ
রূপের ছটায় কাম যদি ধায়
প্রভু আমায় করো মাফ।।


সাধু সাধু বলে ডাকি
সাধু তুমি কই?
আপনারে জিগায় দেখি
আমি আমার নই।


গড়ল দেহ ফেরেস্তাগন
সুরত দিলে তুমি।
সকল প্রানেই বিরাজ তব
আমার মাঝেই তুমি।


গয়া কাশি মদিনাতে
বৃথা তোমার খোজ
অন্তরাত্মার চক্ষু মেলে
দেখতেন নবী রোজ।


প্রভু তুমি দয়ার সাগর
মাফ করে দাও মোরে
তোমার গড়া শয়তান
টানে ইহলীলার ভীরে ।।