স্বর্গীয় প্রেম চেপে রেখেছি
বুকের কোনে
শরীরী প্রেমের তরে।
পার্থিব প্রেমের তারণা উকি দিয়ে ডাকে
মেহগনি গাছের পাতার ফাঁকেফাঁকে।


দৌড়ে গিয়ে বন্ধ করি জানালা
যেন আমায় ডাকতে না পারে
অক্ষত যেন থাকে স্বর্গীয় প্রেম
ঠিক যেখানটায় আছে।


দেখতে যেন না হয় কাকের জোড়াকে।


আজকাল এতোটাই খেয়ালি হয়েছি
কাকের জোড়া দেখলে মনে পরে তারে
আজকাল এতোটাই নিঃসঙ্গ হয়েছি
নিজেকে নগন্য মনে হয়
মদ্দা কাকের চেয়ে
যেন কাকের জীবন ভরপুর সুখে
তার প্রিয়তমা কর্কশ কণ্ঠীর আলিঙ্গনে।


তুমি নাই তুমি নাই
তুমি আছো তুমি আছো
তুমি আছো আমার বুকের গহীনে।
নিভৃতে নিঃসন্দেহে নিশিদিন তুমি আছো
তুমি আছো মোর নিলয় অলিন্দ মাঝে।


কাক করে কা কা
এদিকে মন জ্বলেপুড়ে খাঁখাঁ।