মরিলে কান্দিবে কয় জনা
(গীতি কবিতা)
---সুহেল ইবনে ইসহাক


রঙিন জীবন শেষ যবে,
ভবের মায়া সাঙ্গ হবে,
আইজ বুজ্লায়নি মনা...
মরিলে কান্দিবে কয় জনা ?
তুমি, মরিলে কান্দিবে কয় জনা ?


যখন,চার বেয়াড়ার পালকি চড়ে
সাদা পোশাক অঙ্গে পরে,
শুরু হবে অন্ধকার জীবন,
যেথায় আমল ছাড়া কেউ নেই আপন I
তাই পুন্যের পথে আজ সুন্দর জীবন-- করি রচনা II
মরিলে কান্দিবে কয় জনা ?


টাকা-কড়ি, জমি-জমা
কেউ তো আর সাথী হবেনা,
আসল সাথী হবে যে জন
তারে চিনলাম না.
এইনা ভেবে সুহেল ইসহাক
করে শুধু--অনুশোচনা II
মরিলে কান্দিবে কয় জনা ?

রচনাকাল ও স্থান:জানুয়ারী ২৬,২০১৬
                     টরন্টো, কানাডা