সকালের এই সূর্যটা
সুহেল ইবনে ইসহাক


সকালের এই সূর্যটা আজ বলছে ডেকে আমাকে,
আপন আলোয় জ্বলতে হবে বাঁচতে হলে তোমাকে।


ফুলের বাগান ডাকছে আমায়  ডাকছে ভোরের পাখি,
মিষ্টি সুরের কুজনেতে ফুলের গন্ধ মাখি ।
ফুলের মতো পরের তরে  বিলিয়ে দিতে নিজেকে,
আপন আলোয় জ্বলতে হবে বাঁচতে হলে তোমাকে ।।


উদিত রবি দেবে যে  আলো ঘুচাবে আঁধার কালো,
জীবনের আঁধার দূরীতে আমার সন্ধ্যা ঘনিয়ে এলো।
জীবনের হিসাব কষিতেই হবে আলো আঁধারের দোলকে,
আপন আলোয় জ্বলতে হবে বাঁচতে হলে তোমাকে।।


টরন্টো,কানাডা
ডিসেম্বর ০৬, ২০২২