(উৎসর্গ: মরহুম 'সরল' মিয়াকে-)


সরল মনের মানুষ ছিল
              'সরল' যে তার নাম-
সরল ভাবেই চলত জীবন,
                    সরলতার প্রাণ!
বন্ধু-বান্ধব ছিল তাঁহার,
                 পাড়া-পড়শী যত-
সবার সাথেই হাসি-খুশি,
                   ভালবাসার মত।
দুষ্টুমি আর হাসি-ঠাট্টায়,
                   চলত সারাদিন।
শোধ করতে পারব নাকো,
                    সরলতার ঋণ।
এমন সরল মনটা ছিল
                  ভাবাই অবিশ্বাস!
হঠাৎ-একদিন ইতি টানল,
              ত্যাগ করে নিঃশ্বাস!
১৮ই জানুয়ারি ২০১৫-
                ঢাকার দিকে যায়,
'পাঁচদোনা'তে গিয়ে ট্রাকটি
                 উল্টোপল্টি খায়।
তৎক্ষণাতই পাওয়া গেল
                    দুইটি মরদেহ,
তোমরা কোথাও পেলে নাকি
             'সরল' ভাইকে কেহ?
হঠাৎ করেই বেরিয়ে এল,
            'সরল' ভাইয়ের লাশ!
ফোনে ফোনে জানল সবাই
                    এমন সর্বনাশ!
চিরদিনের জন্য 'সরল',
                   চলে গেল ভাই!
এমন সরল মানুষ আজকে,
               কোথায় গেলে পাই?
শোকে পাথর হল সবাই
              'সরল' ভাই যে নাই,
এত সহজ-সরল মানুষ
               কোথাও দেখি নাই।
ভুলা যায় না কোন দিনই
                  এমন সরল মুখ,
ভাবতে গেলে তাঁরই কথা
               কেঁদে ভাসাই বুক!
'সরল' ভাই যে, চলে গেলেন
               আমাদেরকে ছাড়ি!
কোনদিনই 'সরল' ভাই যে,
             আসবে না আর বাড়ি।
'সরল' ভাইকে মনে পরতেই-
                রেখে সকল কাজ,
তাঁর স্মরণে লিখে গেলাম-
                   কবিতাটি আজ।


(১৯ জানুয়ারি ২০১৫)