মনে যার এত ব্যথা সে কেন নিঝুম নিরালায়?
বসে ভাবে প্রণয় স্মৃতি নিত্য কল্পনায়।

তবে কি বুঝবো আমি ক্ষণিকও ক্ষণে?
যার লাগি বসে আছো ঐ পথ পানে।

প্রণয়ী খুঁজে পথিকেরে আশায় দিন গুনে।
অধরা কায়ার দেখা নাই কষ্ট মনে মনে !

সে বসে আছে ঐ বৃক্ষতলে, কথা শুধায় তারও সনে।
নানা দুঃখ নানা ব্যথা, দ্বন্দ্ব আঁখিরও কোণে !

তব সনে দূরত্বের ব্যথা বাজে হৃদয়ে গোপনে।
করুণ সুরে আঁটা দুঃখ, দেখি নয়নের স্বপনে !

কল্পিত কায়াকে শুধায় অসিদ্ধ আশা, মনে করে লালন।
ব্যকুল প্রতিমা দাঁড়িয়ে কেঁদে বলে, তব স্বপ্নতো মোর আপন !








রচনাকালঃ ১৪/০২/০৯ইং