সুখ, সুখ,সুখ পাখি;
এক নিমেষেই ধরা দাও!
নাহলে কিন্তু কেঁদে-
ভাসাবো সজল আঁখি!


কও, কও, কও কথা,
মনের দুয়ার আলগা করো!
নাহলে শুরু করো-
সুখ দিয়ে মালা গাঁথা।


যাও, যাও, যাও চলে;
অভিমান একলা তোমার?
ফিরে আসো প্রেমের জোরে-
নাহলে ভাসবো অশ্রুজলে।


দাও, দাও, দাও খুলে,
ভালবাসার দুয়ারেতে তুমি-
আমি সঙ্গী হই,ভরা জ্যোৎস্না
দ্যাখো দু'চোখ ম্যেলে।


সুখ, সুখ, সুখ পাখি,
এবার পালাবি কোথায়?
রাখবো তোরে আড়াল করে,
পাঁজর ভেঙে খাঁচা আঁকি!