---
আমরা বটের ছায়ায় নিরিবিলি বসে থাকি;
রোদ তার তীব্রতা এখানে দ্যাখায় না।
কোন কথা নেই মুখে-
কোন চিন্তা নেই মনে,
শুধু শীতল ছায়ার স্পর্শ লাগে গায়ে।


খানিকটা দূরেই খোলামাঠ পড়ে-
সেখানে তপ্তরোদ খেলা করে ঘাসে।
কোন কথা নেই মুখে-
কোন চিন্তা নেই মনে,
শুধু গরম রোদের ভাপ গায়ে এসে লাগে।


পাখিদের দল ডালে বসে গান গায়;
শীতল ছায়ায় সে গান প্রতিধ্বনি তোলে-
কোন কথা নেই মুখে-
কোন চিন্তা নেই মনে,
শুধু মধুর সুরের ধ্বনি হৃদয়ে দোলা দেয়!


আবার কখনো জমকালো মেঘ হলে-
টুপটাপ বৃষ্টিতে প্রকৃতি নেয়ে নেয়;
কোন কথা নেই মুখে-
কোন চিন্তা নেই মনে,
শুধু হালকা জলের স্পর্শ গায়ে এসে লাগে।
---