♦♦♦


নড়ে ওঠে শঙ্খের স্তূপ,
তবু মোরা দু'জনে করে আছি চুপ।
            দূরবনে-
কোন সে বায়ু বহে শনশনে,
টেনে আনে গীত-সঙ্গীতের স্তূপ;
তবু মোরা দু'জনে করে আছি চুপ।


হাজার বছর আজ হয়ে গেছে পার,
তবু মোরা মানিনা সময়ের ধার।
            নৌকার মাঝি,
কোন সে প্রেমের বিধাতা সাজি-
জড় করে টুকরো প্রেমের স্তূপ;
তবু মোরা দু'জনে করে আছি চুপ।


জীবন গলুইয়ের শব্দ আসে-
তবু মোরা হাঁটছি নিরন্তর পাশে।
            ক্ষর সমুদ্রে-
কোন সে সময় কালভাদ্রে,
জড় করে আস্তে আস্তে নুনের স্তূপ;
তবু মোরা দু'জনে করে আছি চুপ।


ভেজা ঘাস আসি আসি পায়েতে জড়ায়,
মুঠো মুঠো হাসিরাশি ধুলায় লুটায়।
            ঘনপল্লবে,
কোন সে তুষারের হীম পরাভবে-
জড় করে রাশি রাশি বরফ স্তূপ;
তবু মোরা দু'জনে করে আছি চুপ।


সেগুনের ডালে গায় পাখি এক গান,
শুনে সেই সুরধারা ভরে এই প্রাণ।
            পড়ন্ত বিকেলে-
প্রিয়া তুমি রূপসি কন্যা হয়ে এলে,
জড় হলো বিন্দু বিন্দু প্রেমের স্তূপ;
তবু মোরা দু'জনে করে আছি চুপ।
♦♦♦