চাঁদেরন্যায় আলোকিত কী মাধুর্য  তোমার
আমার পরানের নিভৃতে শিহরন তোলে!
উফ্! কি ভীষন অস্থিরতা-
উত্তাপে উত্তাপে আমার সর্বাঙ্গ কাঁপে!
একটু ছুঁয়ে দেখতাম,
যদি অনুমতি দাও!
একটু উষ্ণতা কমাতাম,
ওই নরম হৃদয়ের কোমলতায়!
হবে কি সেই সৌভাগ্য, হে দেবী!
আমি তোমার সনাতন সাধনার কবি।


পূজো চাও! নিরবে নির্ণীত কঠোর তপস্যার?
পর্বতশৃঙ্গদ্বয় রক্তিম করে-
গোলাপের পাপড়িতে ওষ্ঠের টান!
ভালোবাসার ক্ষেত্রফলে বিদ্ধ আমার তীর;
তুমিও ছন্দিত হবে নিগূঢ় উষ্ণতায়।
তারপর প্রবল স্রোত
প্রশান্ত সলিলে-
দেবীর অমৃতসুধা পান করবো সব শান্ত হলে!