এই ক্লান্ত দুপুরে
নির্জন শহরে
আমি একা বসে বারান্দায়-
হালকা হাফসাচ্ছি
মৃদু বাতাস খাচ্ছি,
আর হাত বাড়িয়ে ছুঁয়ে দিই রোদের গায়।
ভাগ্যিস!
তুই ছিলি সাথে,
খানিক তফাতে
আর ঝিলমিল করছিলি মায়ায়।
হায়!
এখন কি উপায়!
সবকিছু এলোমেলো আমার অভাবে;
খানিক বাদে চিলেকোঠায় যাই,
সেখানে শূন্যতায়-
ডানপিটে আঁকা ছিলো তোর স্বভাবে।