***
নিজেরে প্রকাশ করি- উন্মুক্ত সূর্যের বুকে,
রাশিরাশি আলোখেলা পথভুলে আমাতে হারায়;
দু'বাহু মেলে দিই, অদ্ভুত সোনালী এক সুখে,
সবভার বয়ে নিতে কামদেবী দু'হাত বাড়ায়।


ঢেকে রাখি নির্ঘুম রাতগুলো, সকালের ঘ্রাণে-
আবেশিত হই আর বিজলী চমক ফেলি যায়,
সমুদ্র মন্থনে নামি- ডোরাকাটা দোঁড়াসাপ প্রাণে;
তোমার আমার মাঝে সন্ধি করে অশুভ প্রণয়।


তৃপ্ত হই, ক্লান্ত হই, লিখে রাখি-
প্রানে প্রানে সংঘর্ষের ইতিহাসমালা;
নিজেরে আড়াল করি- চাঁদ আঁকি,
সবুজ উপত্যকায় নামে জ্যোৎস্নার খেলা।


কেহ কেহ চোখ রাখে- সন্দিহার জালে,
ঘন হয় অন্ধকার- অন্তিম ফেরারী সময়ে;
আচমকা শ্রান্তি আসে, মুগ্ধতা নয়নের তলে,
সুপ্তিরে ঠাঁই ধরি- আমাদের চলাচল কমায়ে।


নিজেরে রুদ্ধ করি ঝিনুকের অন্তরালে যাই,
কালোমেঘ ডাকপাড়ে নিষিদ্ধ পল্লীর আকাশে;
ডাহুকে নিয়া গ্যাছে- আমাদের কঠিন সময়,
যাপিত জীবনটুকু উড়ে যায় পূবালী বাতাসে।
***