লিলুয়া বাতাস লাগুক আমার প্রাণে!
আমার মাতাল হওয়ার অভিপ্রায়
অনেক দিনের;সে আশাকে
সঙ্গী করে সাহসী হই।


তোমার স্নিগ্ধ কেশের বুনটে
আদম-হাওয়ার সন্ধি গাঁথা ছিল,-
ঝড়ো হাওয়া হঠাৎ যদি আসে,
ধরবে নাকি নাটাই আমার?
আমি ঘুড়ি হয়ে মেঘগুলোকে
তোমার কথা জানাতে যেতাম!


লিলুয়া বাতাস লাগুক আমার প্রাণে;
আর প্রতিটা বিকেল পূর্নতা পাক
চুলের ঘ্রাণে,-
আমি কেশবতী কন্যাকে
মেঘবালিকা নাম দিতে চাই।