***
হে আদিত্য মিত্র,
তোমার দ্যুতিময় অভিভূতি
ভুলোক-দ্যুলোকে বিরাজমান।
অনিমেষ নেত্রে লোকসমূহের মাঝে-
তুমি তোমার জ্যোতির্ময়
দৃষ্টি প্রদান করো।


হে দেবপ্রিয়,
পৃথিবীর বিস্তীর্ণ প্রদেশে-
তোমার আলোক শক্তিসমূহ
প্রেরন করে, ধরিত্রীকে তুমি
রোগশূণ্য ও অন্নপূর্ণ করেছো।


যে মানুষ ব্রতানুসারে
তোমার দিব্যজ্যোতিকে
হব্য প্রদান করে-
প্রতিনিয়ত সে অন্নবান হয়।
তুমি যাকে রক্ষা করো,
তাকে কেউ বিনাশ করতে পারে না।
কালের প্রভাবে
তোমার উজ্জ্বলরশ্মিতে-
সকল আত্মারাজি পাপমুক্ত হয়!


আদিত্য মহান,-
তুমি সকল লোকের প্রবর্তক;
সুন্দর রূপশ্রী ও তেজোদ্বীপ্ত হয়ে-
তুমি স্তুতিকারীর প্রতি
প্রসন্নমুখ হও!
পঞ্চজন, শত্রুজয়ক্ষম ও
বলবিশিষ্ট মিত্রের
প্রীতিধন্য আরাধনা করে,-
আমরা তোমার বাৎসল্য প্রেমের
অনুগামী হই।


হে ইষ্টদেব মিত্র,
নিজ মহিমায় অভিভূত হয়ে
প্রতিপালকের ন্যায়-
তোমার স্তুতিকারীকে কীর্তিযুক্ত অন্ন
ও ভূজনীয় ধনদান করো।


***