হাওয়ায় ভাসে যে নৌকা তাতে হালেতে বসি,
জলের স্রোতের টান তার পালেতে লাগে।


মেঘের ওপর আকিবুকি করে বৃষ্টি ঝরে-
ফানুস ওড়াতে তীক্ষ্ণ মাথার আলপিন চাও!
মরতে যাবার আগেই যে ডুবতে বসেছে-
আকাশের থেকে নীল তার শরীরে মাখাও।


এ যাত্রা যে বেঁচে যাবে সে চিরঞ্জীবী;
মহুয়া পানের নাটাই কি আর রুখতে পারে?
ডুবতে যার জন্ম সেতো ডুববেই-
লখিন্দর কি আর সর্পের থেকে নিস্তার পায়?


হাওয়ায় ডোবে যে দেহ তার ভরশূন্য,
জলের স্রোতের টান তার হৃদয় ভাসায়।