নগ্নতা, তুমি মহান শিল্প,
দারুন বোধকে বাস্তবতা মাখাও;
নগ্নতা, ভোরের চিত্রকল্প,
জীর্ণতারে তুমি সৌকর্যে ভরাও।


তোমার পরেই ভরসা করে জন্মেছিলাম,
তোমার পরেই আস্থা গাঁথা ছিলো,-
ক্ষুদ্রতারে ঢাকার চেষ্টা করতেছিলাম,
নগ্নতাতেই হৃদয় ভরে গেলো।


ও কি, ওই, মহান রূপ
আটকে থাকে কালোজালে-
নগ্নতারে আপন করার
তৃপ্তি আছে কোন কপালে?