প্রথম প্রণয়ে তারা ভীরু নিরুপায়,
দুজনার দুটি দুটি কাঁপা কাঁপা হাত
একসাথে জুড়ে খোজে উষ্ণতার উপায়,
তাদের কামনা করে আগামী প্রভাত।


চিত্তের উতরানো যমুনায় ভাসে
একত্রে সঙ্গী করে আঁধারের ঘ্রাণ;
ফোটা ফুল জড়ালো স্বর্ণলতার পাশে
নিবীড় বেদনা করে শব্দের প্রাণ।


মধুতে মধুতে মাখে অঙ্গাঙ্গীভাবে-
সাক্ষাৎ জোৎস্না এসে বাহুতে জড়ায়,
প্রাচীন যমুনা গলে চাঁদের প্রভাবে,
দুটি পাখি সুখ খোজে নিজ নিরালায়।