***
বিষ্ণুর বাহুডোরে
পেলবতা আঁকলো কিন্নরী,
ব্রহ্মার ওষ্ঠেতে-
চারুকলা বুনলো অপর্ণা;
সুকেশিত জটাধারী
জট বেয়ে নেমে এলো গঙ্গা,
তপোবনে ধ্যানভেঙে
নৃত্য রচিলো মধুছন্দা।


শুধালো মহামুনি,
"কে তুমি, স্বর্গীয় জ্যোতিকণা?
ঘোরোফেরো নিজমনে,
পথে পথে এঁকে দাও আলপনা।"
"সখীহীন মৃগয়ায়
সযত্নে শুনিয়ে যাই গীত-ছড়া,
ঊষার বরুণাময়
ঈন্দ্রচূড়াতে আমি অপ্সরা!"
---