মোহনায় হারিয়ে যায় বিতস্তার রূপ!
ইরাবতীর যৌবনে শতাব্দীর
ধ্যানভঙ্গ হলে,
অমৃত সন্ধানে নামি।
চন্দ্রভাগা রজনীতে
ইরাবতী-শতদ্রুর প্রেমপূর্ণ হয়!
তেজ কটালের বান ডাকে বিতস্তার গায়।


শতদ্রু তোমার সখা,
আমারে চিনেনা সে-
আমিতো বিপাশার প্রেমে অন্ধভাবে মুগ্ধ ছিলাম,
নীল জোছনার রাতে,
মৃত্তিকার বুকে গলে পড়ে
রোমান্টিক চাঁদ;
বিপাশার নদীবিধৌত জমিনে-
প্রেম, উর্বর ফসল হয়ে ঝরে।


কিন্তু অভিশপ্ত এ শরীর-
যে জলে ডোবে, সে জলকে বিষাক্ত করে;
আমিতো শুদ্ধ হই সামাজিক পূর্ণতায়,
বিপাশা রাত শেষে নিষিদ্ধ কালিন্দী হয়।