রাতের আঁধারে ভাসে তারকাঁটা গিটারের সুর,
তামাটে নেশা গিলে বারবার ফিরে ফিরে চায়,
একরত্তি চাঁদ এসে আবডালে খানিক নির্জনে
জোছনা তফাতে ভুলে ক্ষনে ক্ষনে আমাতে হারায়।


সন্ধ্যার অন্ধকারে জোনাকীর নিভুপ্রায় আলো,
আমাদের কেউকেটা জীবনের প্রলাপ গাঁথা;
ভোদকায় তৃষ্ণা মেটে পচা আলুর স্বাদ ভালোবেসে-
লিখে রাখি যতসব ভুলে বোনা নিশীথের কথা।


আমিও হতে চাই নির্বিকার শব্দহীন মৃত্যুর প্রহরে,
গানের কথাগুলো বলে দেয় নিষিদ্ধ প্রনয়;
জীবনকে ভালোবেসে ধীরে ধীরে সমাপ্তিরে ধরি,-
আমি জীবনের এইসব যূথবদ্ধ ছন্দে কাটাই।


সবনেশা কাটলেও কাটেনা এ বিদেহী ঘোর,
প্রভাতে রবির আলো সহসা হাসিমুখে আসে,
সময়কে সাক্ষী করে ফেলে দিই মিছে তোড়জোড়-
মধ্যাহ্নে দুঃখভোলা নদীতে আমাদের মরদেহ ভাসে।