রঙগুলো মিশে থাক
নিবীড় কামনা প্রণয়ে,
মাটির দেহ ওঠে ফুটে
আপনার অস্হির সময়ে।


স্বর্গের পুকুরেতে ডুব দিই
নরকের আগুনেতে ভাসি,
দেয়ালে মাথা ঠুকে ঠুকে
আত্মারে দিয়ে দেই ফাঁসি।


তবুও যদি সাধনার ফল
নিশ্চিত সফলতা আনে,
দেহের মেশিন তখন মোরে
পাপের সাগরেতে টানে।


যৌবন বাসনাতে মিলায়
আলো এসে ঘিরে রাখে ঘর,
জোছনায় ডুব দিয়ে খুঁজি
কে আপন আর কেবা পর।