শোনো,
আমার হৃদয়ের ছন্দিত কথামালা,
শুধু তোমার জন্যই ধ্বনিত হয়;-
শোনো,
গভীর নীলের নীচে স্ফুরিত মধুবালা
হারিয়ে যাবার আগে কি কথা কয়!
হয়তো, তোমার নামেই
এই সময়গুলো রচিত ছিলো;
বসন্তের অনন্য মাধুরতায়
রঙে রঙে ভরিয়ে দিলো!


শোনো,
তোমার জন্যই মাঝনিশীথে
ফুলেরা পাঁপড়ি ম্যালে,
শীতল হওয়া শিরায়-শিরায়
উত্তেজনার রক্ত খ্যালে;
তবুও তুমি থাকবে বসে?
অচেনা কারো অপেক্ষায়!
তোমার জন্য ধৈর্য ধরে
অশান্তির রাত্রি যায়।


শোনো,
আরব্য রূপকথাতে আমরা রই অভিসারে,
সোনাদ্বীপের ঠিকানায় পাড়ি দিই কল্পনায়-
শোনো,
সোনার কাঁঠি-রূপোর কাঁঠি
এক করি চুপিসারে-
আমাদের মিলিত প্রেম,
সেতো মোটেও অল্প নয়!
হয়তো, তোমায় ঘিরে
আমার নিয়ত আঁকা ছিলো,
শরতের মেঘমালায়-
ঘূর্ণিবাত জড়িয়ে নিলো।


শোনো,
স্বপ্ন ছিলো তোমায় নিয়ে
অবাক জ্যোৎস্না পারাপার,
চুমুক দেব তোমার ঠোঁটে-
যষ্টিমধুর আশাতে,
হাজার রঙের রামধনুক
সৃজন হবে বারেবার!
শিশিরস্নাত বৃষ্টিজলে
ইচ্ছেগুলো ভাসাতে,-
নষ্টপ্রাণে স্বপ্নগাঁথি-
তোমার প্রিয় নাম নিয়ে,
আমার তুমি আড়াল কোরো
গভীর ভালোবাসা দিয়ে।