***
তুমি যা স্পর্শ করো,
তুমি তাই;


কিছু কান্নার জল-
কিছু রঙীন প্রভাত,
বেদনায় টলমল
ক্ষনিক আঘাত-
কিছু মুঠো ভরা হাসি
কিছু মুগ্ধ পরশে-
গোধুলির বর্নিল রাশি
নিয়তির আলোকবর্ষে,
তুমি যা চোখে দ্যাখো,
তুমি তাই।


তুমি যে জীবন বাঁচো,
তুমি তাই;


কিছু পুরোনো সকাল
নতুন রূপ পাক-
কিছু উড়তি বিকেল
তোমাতে হারাক,-
কিছু দৃশ্যমান দাঁত
কিছু মুখচাপা হাসি,
হাতে রেখে হাত
হয়ো পরবাসী;
তুমি যা হৃদয়ে ধরো,
তুমি তাই।
***