যদি আমার কবিতা পড়ে আপনি শান্তি পান,
যদি প্রাণের আরাম পান,
তবে ধিক্ আমাকে।
যদি রাস্তার মোড়ের দোকানে
মুড়ি-মুড়কির মত ঢেলে বিক্রি হয়
আমার সুসজ্জিত কোনো কাব্যগ্রন্থ,
তবে ধিক্ আমাকে।
আমি তো নিজেকে তখনই সত্যিকারের কবি বলব
যদি আমার কবিতা পড়ে আপনার মনে হয়,
আপনার অন্ডকোষ কেউ সজোরে চেপে দিয়েছে
অথবা চরম ঘৃণার মুহূর্তে ওগরানো কফ
আপনাকে পুনরায় গিলতে বাধ্য করেছে।
যদি হলদেটে কাগজে বটতলায় ছাপা প্রকাশকহীন
আমার চটি কবিতার বই
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নিষিদ্ধ হয়,
আর সেই বই পড়ার জন্য আপনি
খুঁজে নেন বেশ্যাগলির আলোছায়াময় নিরাপত্তা।
সরকার বিশ্বাস করে বেশ্যারা কবিতা পড়ে না,
কারণ ওদের নাকি কোনো সংস্কৃতি নেই।
আমি সেকথা বিশ্বাস করি বা না করি
কবিতারা সে কথা বিশ্বাস করে না।
আর কে না জানে কবিতারা
কখনই কবিদের কথা শোনে না।
কবিকে ধ্বংস করা ছাড়া
কবিতার অন্য কোনো লক্ষ্য নেই।