জীবন থেকে কবিতা বাদ গেলে
বুঝি শুধুই খোলস পড়ে থাকে;
পড়ে থাকে আহার,নিদ্রা,মৈথুন
এবং থাকে রিরংসার গল্প।
কবিতা থেকে জীবন বাদ গেলে
পড়ে থাকে শব্দ আর ছন্দ,
পড়ে থাকে পুরোনো অহংকার
আর থাকে পরিচিতির লোভ।
অতএব কবিতা আর জীবন মেশানোর চেষ্টা,
যদিও তেমন কিছুই পাইনি আজও;
শুধু ঠিকঠাক মিলমিশ হলে মাঝে মাঝে
আমার ভেতর ভেসে গেছে এক আলোয়।