পৃথিবীর সব আলো নিভে গেলেও
আলোকশিখা জ্বলে হৃদয়প্রদীপে,
পৃথিবীর সব গান থেমে গেলেও
হৃদয়বীণায় নাচে সুরের লহরী।
মানুষের সব অহংস্তম্ভ মুছে যায়
সময়ের কীর্তিনাশা স্রোতে ,
দেউল,মূর্তি ক্ষয়ে গেলে তবু
একাকিনী মীরা কৃষ্ণপ্রণয়ী।
প্রণয়ের বীজ আপাত জড়
হৃদয়ের মাটি খোঁজে চিরকাল,
সময়ের আলো সংকেত পেলে
হয়ে ওঠে সৃষ্টির আদি আকর।