ভোর হয়ে আসে তবু রেশ কাটে না,
এখনো ঠোঁটে লেগে
তোমার ঠোঁটের উষ্ণতা,
এখনো মাথা তোমার বুকের সান্নিধ্যে।
কারো কারো কাছে ভালোবাসা
জীবনের অংশ মাত্র ,
কারো কাছে জীবন
ভালোবাসার ক্ষুদ্র প্রতিরূপ,
আমার কাছে দুইই অবান্তর
সত্যি শুধুই তুমি ।
সময়ের কাছে সবই নশ্বর,
মৃত্যুর কাছে অসহায়,
তবু মৃত্যুর কিবা ক্ষমতা
সময়ের কিবা সাধ্য
মোছে ভালোবাসা কাটে বন্ধন
ভোলায় হৃদয়ের টান।
দেহে কি কখনো
বাধে বাসা ভালোবাসা,
মৃত্যুতে তার কি যায় আসে।
মাটিতে মেশে তো মানুষ
স্মৃতি তো নয়,
আগুনে পোড়ে কি প্রাণ।