আগুনের কাজ পোড়ানো
মানুষের স্বপ্ন দেখা,
সাথীহীন বন্ধুর পথ
তাই সে চলে একা।
স্বপ্নের দেশ কাল নেই
নেই কোনো ধর্ম জাতি,
নরকের অন্ধকারেও
খুঁঁজে নেয় আলোকভাতি।
আগুনে শরীর পোড়ে
মানুষের সত্তা অমর,
স্বপ্নের সুপ্তি আছে
তবু সে চির অজর।