আবিলতার বিপ্রতীপে অনির্বাণ বহ্নিশিখা জাজ্জল্যমান,
সুপ্তির খোলস ছিঁড়ে ফেলে চেতনার উদ্ভাসরেখা,
অনিশ্চ্য়তার পথ রোখে পরম প্রত্যয়।
এসব রূপকথা মনে হয়,
স্বপ্নের ক্ষণ গত হলে মুখোমুখি
সমাগত রূঢ় বাস্তবের,
বাস্তবে আলোর চেয়ে অন্নের টান প্রখর।