আলোর বৃষ্টিতে ভিজেছি আমি,
আগুনের স্রোতে আজ স্নান করেছি,
প্রতিপক্ষ মৃত্যু জানার নিশ্চয়তায়
সহজেই জীবনের গান ধরেছি।
শুনে কেউ বলতে পারে আদিখ্যেতা,
কেউ বলবে, মৃত্যু নিয়ে লিখছ কেন?
আমার হৃদয় চলবে কোন্ পথে
ভাবছে তারাই ঠিক করে দেবে যেন!
অতএব দুর ছাই সব রইলো পড়ে
ফিরব কখনো হয় এমন যদি,
জীবনের রং রুটে হয় মুখোমুখি-
আলোর তৃষ্ণা আর আগুন-নদী।