তোমাকে ভালোবাসি তবু দূরে সরে যাই,
তোমাকে ঘৃণা করি তবু ফিরে ফিরে আসি।
শব্দে অর্থে দ্বন্ধ বাধে,
স্বপ্ন আর বাস্তব একাকার হয়ে যায়।
আমার স্বপ্নের রঙ লাল,
ভালোবাসার নাকি রক্তের জানিনা।
যে হাত দিয়ে তোমায় আদর করেছি
সে হাতে আজ রক্ত,
যে ঠোঁট ছু্ঁয়েছে গভীরতর তুমি
সেই ঠোঁটে আজ গান নেই।
আমায় ক্ষমা ক'রো প্রিয়তমা,
তোমায় গ্রহণ করতে পারলাম না।
কারণ এ পৃথিবীতে আসুক
আমার কোনো ভবিষ্যত বংশধর,
এ আমি একান্তই চাই না।
যেমন চাই না সে জানুক -
পৃথিবীর তিনভাগ রক্ত
আর একভাগ মাংস।