কি হতে চেয়েছিলাম
তা ঠিক মনে নেই,
হয়ত বা জানিও না।
আপাতত যা হয়েছি তা নিয়ে
নেই কোনো গর্ব বা হতাশা,
হয়ে ওঠা একটা প্রক্রিয়ামাত্র
যা আমাকে শেখায় মানুষ হতে;
আর জানায় যা স্বাভাবিক তার বিপ্রতীপে
যেতে হলে ঠকাতে হয়।
আর মানুষ হতে গিয়ে
নিজেকে ছাড়া কাউকে ঠকাইনি আমি।