ভয় পেলে কি ভালোবাসা যায়?
মৃত্যুতে নেই সন্তাপ,
লক্ষ হৃদয়ে ছড়িয়ে দিয়েছ
বাংলা ভাষার উত্তাপ।


আমারও হৃদয়ে লেগেছে সে ছোঁয়া
নিজেকে ভেবেছি ঈশ্বর,
ভাববো না কেন আমিও যে লিখি
সেই ভাষারই অক্ষর।


সেই ভাষাতেই কথা বলি,
সেই ভাষাতেই গাই গান,
সেই ভাষাতেই দৃপ্তকন্ঠে
প্রতিবাদে হই আগুয়ান।


ইতিহাসের বুকে তোমরা রেখেছ
অবিনশ্বর স্বাক্ষর,
ইতিহাসও তাই নোয়ায় মাথা
দেখে বাংলা অক্ষর।