তোমরা যাকে ডাকো বাংলাভাষা বলে
আমি তাকে আগুনপাখি নামে ডাকি।
সুপ্তির খোলস ছিঁড়ে
সে উড়ে বেড়ায় এক
পরম চেতনার ডানায় ভর করে।
আমাদের প্রাত্যহিক আবিলতা শিকার করে সে,
আগুন ছুঁইয়ে যায় নিভন্ত হৃদয়-মশালে।
তার ডানা থেকে ঝরে পড়ে অক্ষরের পালক,
আমরা তা দিয়ে ছাউনি গড়ি
আশ্রয় এব্ং প্রতিরোধের।