কবিতা আসলে পদ্মবীজের মত,
হাজার বছর ফসিল থাকার পরেও
ফুটে ওঠে প্রিয়তমার জন্য।
সময়ের আর্তনাদ শুনে
অনন্ত বিস্মৃতি থেকে ফিরে আসে।
আর কবিতারা ফিরে এলে
মরে যাওয়া, ভুলে যাওয়া কবিরা
উঠে বসে কবরে,
জেগে ওঠে ছাই থেকে।
আর ইতিহাস বলে সভ্যতার জঙ্গলে
কবিরাই চলমান অশরীরী।