শব্দের কাছে আত্মা বেচেছি আমি
চুক্তিপত্রে করেছি সই,
বিশ্বের যেখানেই অবিচার ঘ্টুক
কবিতায় তার প্রতিবাদ করবই।
তাতে যদি নেমে আসে খাঁড়া
হাসব আমি বিদ্রুপে,উল্লাসে
কবিতা অমর প্রয়োজনে সে
কবির রক্তে ভাসে।
ইতিহাস যারা লেখে তারা জানে
অপ্রত্যক্ষ কবি,
মিছিলের পথে হেঁটেই  হন
ইতিহাসের নবি।
অতএব ভয় করিনা
ফুরোয় সকল যাম ই,
নিশ্চিত জেনে শব্দের কাছে
আত্মা বেচেছি আমি।