ইদানিং  আমার অবচেতন মনকে  জাপটে  ধরেছে "জীবনস্মৃতি"
অনেক  কথা  বলার  মাঝেও  নিজের  আত্মতুষ্টি  ঘটে না৷
মনের  মাঝে  বলতে  চাওয়ার  খিদেটা খচখচ  করে রোজ
তবুও বলা হয়ে ওঠে না এক লাইনও৷
সত্য সব  কাহিনী গুলো নাড়া দেয় বারবার
রবীন্দ্রনাথ তো  রবীন্দ্রনাথই  বিকল্প নেই আর৷
তবুও বারবার  তারুন্যের  রঙে  ভেসে ওঠে লেখা
গোঁফ  আর  দাঁড়ির মাঝেও কবিতা আঁকা হয়৷
বারবার  মুখ  ভেসে  ওঠে  সত্য  ভগবান  তিনি
লিখে  গেছেন  অবিরাম  মনের  শান্তিতে।