রাত্রির কোনো অধিকার নেই
পথচলতি দিনভাবনায় এক চুরমার ক্রোধে
                                  অন্ধের মতো জ্বলে উঠতে
তবুও দিন বদলায়
রঙবেরঙের নৃত্যের তালে এপাড়া থেকে ওপাড়ায়
বেজে ওঠে বসন্ত উৎসবের গান
যে মেয়েটি কেরোসিনের গন্ধে শশুরের ঘরে জ্বলে গেছে
রাজ্যের খারাপ চিন্তাগুলো ছাই হয়ে
                 উড়ে যেতে থাকলো কাগজে কাগজে
বসন্তের গান যে পাড়ায় অপরিচিত
                                    থেকে যায় আজও
দৈনন্দিন হত্যা সেখানে কি বসন্ত হয়ে ওঠেনা একবারও