সুজন জাহাঙ্গীরের ছড়াগুচ্ছ
ছড়া ছড়ায় ইসলাম
,
নামাজ
****************
নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত
ধরো সঠিক পথ,
পড়লে নামাজ নিয়ম মেনে
চাঙ্গা হবে রথ।
,
রবের হুকুম মানলে সদা
হয়না কারো লস,
নামাজ পড়ো পড়লে নামাজ
বাড়বে তোমার যশ।
,
কোরআন পড়ো
*************
কোরান এলো ধরার মাঝে
শান্তির বাণী নিয়ে,
পথহারাকে পথদেখাতে
আলোর দ্যুতি দিয়ে।
,
কোরান হলো পথের দিশা
দেখায় সঠিকপথ,
এই কোরান-ই দূর করে দেয়
মনের কুমতলব।
,
জীবনটাকে গড়তে হলে
কোরান পড়ো রোজ,
পথের দিশা পেয়ে যাবে
পাবে আলোর খোঁজ।
,
হারাম
****************
হারাম দিয়ে ভরে গেছে
আজকে পুরোদেশটা,
কী ভয়ানক কী ভয়ানক
হারামখোরের শেষটা।
,
রোজহাসরে তাদের বিচার
কড়া হয়েই চলবে,
সোনার দেহ পুড়ে পুড়ে
মোমের মতো গলবে।
,
তাইতো বলি হারামছেড়ে
ন্যায়ের পথে আসো,
ন্যায়নীতিবান মানুষ হয়ে
ঈমান নিয়ে বাঁচো।
,
রাসুল (সঃ)
****************
রাসুল নামে দরূদ পড়ি
রাসুল মাথার মণি,
রাসুল সবার চলার পথে
আদর্শের একখনি।
,
রাসুল হলেন সৃষ্টির সেরা
তাকেই নেতা মানি,
তার উছিলায় পেলাম খুঁজে
আল-করানের বাণী।
,
বলতে পারো
****************
আব্বু তুমি বলতে পারো
পৃথিবীটা কার?
কে বানালো গাছ-গাছালি
মালিক কে সবটার?
,
বলছি তবে শুনো তুমি
কান দুটোকে পেতে,
কার হুকুমে পাখপাখালি
ওঠে সবাই মেতে।
,
সে যে হলো এই পৃথিবীর
মহান কারিগর,
সব হৃদয়ে আছেন তিনি
আল্লাহু আকবর।
,
স্রষ্টার সৃষ্টি
***************,
প্রকৃতির সমারোহে
ছুটে যায় মন,
ফুলে ফলে ভরে আছে
সবুজের বন।
,
নদীনালা ছুটে যায়
সাগরের কাছে,
ফসলের মাঠ যেনো
মিটিমিটি হাসে।
,
এই গাছে সেই গাছে
উড়ে কতো পাখি,
স্রষ্টার সৃষ্টিতে
জুঁড়ায় আঁখি।
,
সন্ধ্যার চাঁদতারা
আকাশেতে জাগে,
স্রষ্টার সৃষ্টি তো
অপরূপ লাগে।